হঠাৎ করে আপনার ট্রাক্টরের ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না একদমই ঘাবড়াবেননা। চলুন দেখে নেয়া যাক কী হতে পারে এই সমস্যার সমাধান
সুপ্রিয়দর্শকএ সিমটরস্ প্রেজেন্টসসোনালিকাট্রাক্টরসার্ভিসটিপস-এন্ড-ট্রিকস প্রোগ্রাম আপনাকে স্বাগতম
ট্রাক্টরের ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না? দক্ষ টেকনিশিয়ানের জন্য ওয়েট করছেন? ট্রাক্টরের এরকম বিভিন্ন সমস্যায় দক্ষ টেকনিশিয়ানের জন্য অপেক্ষা না করে আপনিই পারেন এর সমাধান করতে।
তেলের ট্যাংকে পর্যাপ্ত জ্বালানি তেল নেই। জ্বালানি তেলের মিটার ও তেলের ট্যাংক পরীক্ষা করুন।
ফুয়েল লাইনে হাওয়া প্রবেশ করলে ফিট পাম্পের মাধ্যমে হাওয়া বের করে নিন।
ফুয়েল ফিল্টার এবং ফুয়েল ট্যাংক ফিল্টার ময়লা দ্বারা আবদ্ধ থাকলে ফুয়েল ফিল্টার ও ফুয়েল ট্যাংক ফিল্টার পরীক্ষা করুন।
ময়লা দ্বারা আবদ্ধ থাকলে সোনালীকা জেনুইন ফিল্টার লাগিয়ে নিন।
ইঞ্জিন বন্ধ করানো নোব বাহিরের দিকে টানা থাকলে ইঞ্জিন বন্ধ করার পর নোব ভেতর দিকে চাপ দিয়ে রেখেছেন কিনা পরীক্ষা করুন। না রাখলে নোব ভেতরের দিকে চাপ দিয়ে রাখুন।
এর পরেও আপনার সমস্যার সমাধান না হলে এ সি আই মটরস্ এর সংশ্লিষ্ট সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন অথবা ১৬৫৩৩ নাম্বারে কল করে সার্ভিস গ্রহণ করুন।
আজ এ পর্যন্তই লক্ষ্য রাখুন এ সি আই মটরস্ এর ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে।
আমরা আবারো হাজির হব ট্রাক্টরের ছোটখাটো কমন কিছু সমস্যার সহজ সমাধান এর বেটার পারফর্মেন্স মেইন্টেনেন্স টিপস্ এন্ড ট্রিকস্ নিয়ে।
সুস্থ থাকুন ভালো থাকুন